আইসিসির মিটিং স্থগিত হওয়ায় চেয়ারম্যান পদে থেকে যেতে পারেন শশাঙ্ক মনোহর - দু’বছরের চুক্তি বাড়ানোর পক্ষে ছিলেন না শশাঙ্ক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যানের পদ থেকে শশাঙ্ক মনোহরের (Shashank Manohar) জুনে সরে যাওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি হয়তো আরও কিছুদিন এই পদে থেকে যাবেন। কোভিড-১৯ মহামারীর কারণে আইসিসির বোর্ড মিটিং স্থগিত রাখা হয়েছে। তার পরে এই পদে বসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) চেয়ারম্যান কোলিন গ্রেভসের।
![]() |
| শশাঙ্ক মনোহরের (Shashank Manohar) |
আইসিসিতে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতির জায়গা নেবেন তিনি এমনটাই কথা ছিল। তবে জানা যাচ্ছে শশাঙ্ক মনোহর এই পরিস্থিতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আইসিসির এক বোর্ড সদস্য পিটিআইকে জানিয়েছেন, ‘‘এটা নিশ্চিত মনোহরকে যেতে হবে কিন্তু ও হয়তো থেকে যাবে আরও দু'মাসের জন্য কারণ বোর্ডের বার্ষিক সভা জুনে হওয়া নিয়ে সংশয় রয়েছে এই মুহূর্তে যখন বিশ্ব জুড়ে এমন পরিস্থিতি।''
আইপিএল-এর জন্য এশিয়া কাপের সূচিতে পরিবর্তন করা হবে না: PCB CEO
তিনি আরও বলেন, ‘‘হয়তো অগস্টে আইসিসি নতুন চেয়ারম্যান পেয়ে যাবে।''
বিসিসিআই-এর এক সিনিয়র বলেন, ‘‘যতক্ষণ না মনোহর অফিশিয়ালি সরছে ততক্ষণ আমি কিছু বিশ্বাস করি না। দেখলে বিশ্বাস করব। ওর এখনও চুক্তি রয়েছে। ও যদি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় ও থেকে যাবে তাহলে সেটা অন্য গল্প হবে।''
প্রথমে হংকংয়ের ইমরান খোয়াজার নাম ভেসে উঠেছিল শশাঙ্ক মনোহরের পরবর্তী চেয়ারম্যান হিসেবে। তবে এটা ঠিক তাঁর পক্ষে সম্পূর্ণ সদস্যদের সমর্থন পাওয়া সম্ভব নয়।
জুলাইয়ের আগে টি২০ বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত হবে না: NZ CEO
ইসিবি চেয়ারম্যান গ্রেভসের নভেম্বর ২০২০-তে তাঁর দেশের বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা আর সে কারণেইতাঁকে আইসিসির চেয়ারম্যান পদের মূল দাবিদার ধরা হচ্ছে। তাঁর সব তেকে বড় সদর্থক দিক, তিনি সব ঠেস্ট খেলিয়ে দেশের সমর্থন পাবেন।
বোর্ডের এক সদস্য বলেন, ‘‘ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রেভসকে সমর্থন করবে প্রতিনিধি হিসেবে। বিসিসিআই-এর সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো কারণ অবশ্যই বিসিসিআই বিশ্বের সব থেকে ধোনি সংস্থা।''
এটা ধরেই নেওয়া যায় বিসিসিআই-এর সঙ্গে শশাঙ্ক মনোহরের থেকে গ্রেভসের সঙ্গে কাজের সম্পর্ক ভালো হবে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন