IPL -এর জন্য এশিয়া কাপের সূচিতে পরিবর্তন করা হবে না: PCB CEO
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়ে দিয়েছে এশিয়া কাপের (Asia Cup) সূচি তাঁরা কোনও ভাবেই পরিবর্তন করবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) জন্য। পিসিবি সিইও ওয়াসিম খান বলেন, পিসিবির আশা তাঁরা নির্ধারিত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীকে এশিয়া কাপ আয়োজন করতে পারবে।যদিও কোভিড-১৯-এর জন্য সব সূচি বন্ধ হয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নতুন করে সাজাতে হবে সব কিছু। যে কারণে রদ-বদল হতে পারে নির্ধারিত সূচিতে। এমনও প্রসঙ্গ উঠেছে ২০২০ টি২০ বিশ্বকাপের জায়গায় আইপিএল করার। খান জিটিভিকে বলেন, ‘‘আমাদের সিদ্ধান্ত একদম পরিষ্কার, এশিয়া কাপ সেপ্টেম্বরেই হবে যদি না স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা থেকে যায়। আমরা এটা মেনে নেব না এশিয়া কাপ সরিয়ে আইপিএল করা হবে।''
তিনি আরও বলেন, ‘‘আমি এশিয়া নভেম্বর-ডিসেম্বরে সরিয়ে দেওয়ার কথা শুনছি যা আমাদের পক্ষে সম্ভব নয়। এশিয়া কাপ সরিয়ে যদি এক সদস্যের দেশকে জায়গা করে দেওয়া হয় তা হলে সেটা সমর্থনযোগ্য নয়।''
ভারতের ব্যাটসম্যানরা নিজের জন্য খেলে, দলের জন্য নয়: ইনজামাম-উল-হক
খান বলেন, নভেম্বর-ডিসেম্বরে তাদের দেশে খেলতে আসবে জিম্বাবোয়ে এবং তার পর তাদের নিউজিল্যান্ড সফর রয়েছে আর সে কারণে সেই সময় এশিয়া কাপ আয়োজন করাটা সম্ভব হবে না।
কোভিড-১৯-এর জন্য অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে আইপিএল। ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছইল আইপিএল। আলোচনা চলছে পরের দিকে কোনও ইভেন্টের বদলে এই টুর্নামেন্ট করার যদি পরিস্থিতির উন্নতি হয়। খান জানান, বিসিসিআই-এর প্রতিনিধি বৃহস্পতিবারের আইসিসি চিফ এক্সিকিউটিভ ভার্চুয়াল মিটিংয়ে আইপিএল উইন্ডো নিয়ে কোনও প্রসঙ্গ তোলেননি। যেখানে তিনি ছিল পিসিবির প্রতিনিধি হিসেবে।
টি২০ বিশ্বকাপ ২০২১-এ নিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন ব্রেন্ডন ম্যাকালাম
খান জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া মিটিংয়ে সব বোর্ডদের কর্তাদের বলেছে তারা সব ধরনের বিকল্প নিয়ে ভাবনা-চিন্তা করছে কিন্তু টি২০ বিশ্বকাপের সূচির বদলানোর বা অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে কোনও কথা হয়নি।
পিসিবি কর্তা বলেন, ‘‘টি২০ বিশ্বকাপ হয়তো বন্ধ স্টেডিয়ামে খেলা হবে। কারণ যদি টি২০ বিশ্বকাপ খেলা না হয় তাহলে সহ বোর্ বড়সর লোকসানের মুখে পড়বে। তার পরিমান ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার হবে।''

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন