Ads

ডিগ্রি উপবৃত্তি সংক্রান্ত তথ্য ২০২০ - ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের Degree


Degree Result 2020 ডিগ্রী (প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে)  মার্কসিট সহ ডিগ্রীর ৩ বছরের ... বই এর তালিকা ডিগ্রি ১ম-২য় ও ৩য় ... বই এর তালিকা ডিগ্রি ১ম-২য় ও ৩য় ... Degree Books:



ডিগ্রী (প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে) অধ্যায়নরত সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
এবছর উপবৃত্তির অনলাইন ভিত্তিক আবেদনের সময় যারা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী হওয়া সত্বেও উপবৃত্তির আবেদনের সময় প্রতিষ্ঠানের নাম ভাওয়াল মির্জাপুর ডিগ্রী কলেজ দেখিয়েছে এবং আপনারা সেইভাবে আবেদন করেছেন অতঃপর আবেদনপত্র অনলাইন থেকে ডাউনলোড করার পরও প্রতিষ্ঠানের নাম ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজ এসেছে তারা অতিসত্বর আগামীকাল সকাল সকাল আপনার অধ্যায়নরত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর অফিসে যোগাযোগ করে সেখান থেকে অনুমতিপত্র নিয়ে ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজে আপনার আবেদন টি কনফার্ম করবেন ‌। অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। কলেজসূত্রে জানা যায়,এইরকম ২২১ টা আবেদন ভাওয়াল মির্জাপুল ডিগ্রি কলেজে চলে আসে,যা কিনা উক্ত কলেজের নয়!

বিশেষ দ্রষ্টব্য: আগামীকাল ৩০ তারিখ কলেজ কর্তৃক আবেদন এপ্রুভ করার শেষ তারিখ।
কলেজ যাওয়া সম্ভব নাহ হলে, ইনবক্সে আপনার নাম, ডিগ্রির রেজিষ্ট্রেশন ও রোল নম্বর দিয়েন, আপনাদের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রসায়ন বিদ্যা বিভাগের রাজিব হাসান ভাইয়ের মাধ্যমে কলেজকে তথ্য পাঠানো চেষ্ঠা করবো!

**উক্ত সমস্যা টা শুধু ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে! অন্যকলেজগুলার জন্য এই পোস্টটি প্রযোজ্য নয়**

http://educationboardresults.gov.bd/

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.