অনেক দিন শেখানোর পর একদিন তার বউ তার জন্য দুপুরবেলা খাবার নিয়ে
এসে বলল,
"ডিনার
এনেছি। খেয়ে
নাও।
লোকটা খুব
রেগে গিয়ে
বলল, "তোমাকে
এতদিন ধরে এই
ইংরাজী
শেখালাম?
এখন বলছো
ডিনার?
তার বউ তো খুব
রেগে গিয়ে
তাকে একটা চড়
মেরে বললো,
তুমি নিজেই
কিছু জানো না।
এটা কাল
রাতের বাসি
ভাত।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন