Ads

গার্লফ্রেন্ড’ এমন একটা জিনিস, যাকে ঠিকমতো রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর একটা আছে কি না, আমার সন্দেহ !

চলুন গার্লফ্রেন্ডদের
কয়েকটি কমন ব্যাপার দেখা যাক ।



১.আপনি যদি তাকে বেশি কল দেন
বা
তার
সাথে বেশি কথা বলতে চান
তাহলে সে চিল্লাবে ।
বলবে, 'তুমি আমাকে এতো কল
দাও
কেন ?
আমার কি কাজ কাম নাই নাকি ?
আমি সারা দিন তোমার
মতো আজাইরা বসে আছি
নাকি ?'
আপনি যদি এখন তাঁর এই কথা শুনে
তাকে কম
কল দেন তাহলেও সে চিল্লাবে

বলবে, 'তুমি আমাকে এতো কম কল
দাও
কেন ?
তুমি কি আমাকে বাদ দিয়ে অন্য
মেয়ের
সাথে কথা বলে টাইম পাশ করো
নাকি ?
আমাকে কথা কি মনে থাকে না
নাকি ?'
২.
আপনি যদি তাকে বেশি
ভালোবাসা
দেন
তাহলে সে আপনাকে সন্দেহ
করবে -
চিল্লাবে ।
বলবে,
'তুমি কি সত্যি আমাকে এতো
ভালোবাসো ?
নাকি সব কিছুই শো অফ ?
অতিভক্তি
কিন্তু
চোরের লক্ষন !'
আপনি যদি এখন তাঁর এই
কথা শুনে তাকে সীমিত
ভালোবাসা দেখান তাহলেও
সে চিল্লাবে ।
বলবে, 'তুমি তো আমাকে লাভই
করো
না ।
আমার জন্য তোমার কোন
ফিলিংসই
নেই !
অনেক বদলে গেছো তুমি…
তুমি একটা হার্টলেস !'
৩.
আপনি যদি তাকে নিয়ে বেশি
বাইরে ঘুরতে যেতে
চান
বা ডেট করতে চান
তাহলে সে চিল্লাবে ।
বলবে, ‘তুমি কি চাও যে আমি
সারাদিন শুধু
তোমার সাথেই ঘুরবো ? আমার
কি বন্ধু
বান্ধব নেই নাকি ? ওদেরও তো
সময়
দেয়া উচিৎ । এতো দেখা করতে
চাও
কেন
তুমি ?’
এবার আপনি যদি তাঁর
কথা শুনে তাকে নিয়ে বাইরে
কম
ঘুরতে যেতে চান তাহলেও
সে চিল্লাবে ।
বলবে, ‘তুমি আমাকে নিয়ে
হীনমন্যতায়
ভুগো নাকি ? তাই
আমাকে নিয়ে বাইরে যেতে
চাও না

আমাকে নিয়ে ঘুরলে কি হয়
এমন ?’
৪.
সে যদি আপনাকে কল
ওয়েটিং বা বিজি পায়
তাহলেও
চিল্লাবে ।
বলবে, ‘সারা দিন তুমি কার
সাথে এতো কথা বলো ? কে
আছে এমন
যে,
তুমি আমার ফোন দেখেও কথা
কন্টিনিউ
করে যাও ? আমাকে ছাড়াও অন্য
মেয়েদের সাথে কথা বলো
নাকি ?’
এখন তাঁর
কথা শুনে আপনি যদি ফোনে কথা
বলা
বন্ধ
করে দেন তাহলেও সে
চিল্লাবে ।
বলবে, ‘তুমি মনে হয় আরেকটা
সিম ইউস
করো,
যেটার নাম্বার আমি জানি না

নইলে জীবনেও তো তোমার
ফোনে তোমার কোন বন্ধু
বান্ধবের কল
আসতে দেখলাম না ।’
মোরালঃ আপনি যতোই
গার্লফ্রেন্ডের
মন
রক্ষা করতে চাইবেন ততই সে
আপনাকে
উপর
চিল্লাবে । সন্দেহ করা
মেয়েদের এক
ধরনের স্বভাব । আর গার্লফ্রেন্ড
নামক
প্রানীদের এই স্বভাবটা বেশ
ভালো করে রপ্ত করা থাকে ।
তাই
গার্লফ্রেন্ডের মনের
মতো চলতে চেষ্টা করে নিজের
স্বাভাবিক জীবনটা শেষ করে
দেবেন
না । নইলে খুব তারাতারিই
নিজেকে পাবনায় আবিষ্কার
করবেন !


বিঃদ্রঃ সব মেয়েরা এক নয় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.