Ads

কারেন্ট অ্যাফেয়ার্স - Best Current Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স

Phot: Collected


০১.দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে?
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা
-
০২.বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
-
০৩.বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
-
০৪.বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
-
০৫.বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
-
০৬.বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
-
০৭.বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
-
০৮.বঙ্গবন্ধু ১ তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ মোট খরচ ধরা হয়েছিল দুই হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ ৭৭ হাজার টাকা। এখন সেটি নেমে এসেছে ২ হাজার ৯০২ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার টাকায়।
-
০৯.বঙ্গবন্ধু ১ যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
-
১০.বঙ্গবন্ধু ১ যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
-
১১.বঙ্গবন্ধু ১ ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
-
১২.বঙ্গবন্ধু ১ মেয়াদ কত?
উঃ ১৫ বছর
-
১৩.বঙ্গবন্ধু ১ নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
-
১৪.৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
-
১৫.বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক থেকে
-
১৬.চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে?
উঃ ১৯ ফেব্রুয়ারি(২০১৮)।
-
১৭.সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?
উঃ নিউজিল্যান্ড।
-
১৮.অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উঃ সুসান কাইফেল।
-
১৯.দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা
উঃ ২.৬ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
-
২০.বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?
উঃ ওষুধ।
-
২১.বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?
উঃ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯ তম আইজিপি।
-
২২.নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?
উঃ US Bangla Airline, Model২১১।
-
২৩.সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম?
উঃ ১১৫তম।
-
২৪.২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?
উঃ ১৬জন।
-
২৫.'শেখ মুজিব আমার পিতা' বইটির লেখক?
উঃ শেখ হাসিনা
-
২৬.দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে?
উঃ সাকিব আল হাসান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.