Ads

📌 ফোনের ব্যাটারি ফুলে যায় কেন? সমাধান ও প্রতিকার

📅 তারিখঃ ২১ জুলাই ২০২৫

✍️ RA UNIQUE TECH


📱 আজকালকার স্মার্টফোন ব্যবহারকারীদের একটি কমন সমস্যা হলো ব্যাটারির ফুলে যাওয়া। এটা শুধু ডিভাইসের পারফরম্যান্স কমিয়ে দেয় না, বরং বিস্ফোরণের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

চলুন জেনে নিই, ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার কারণ, লক্ষণ ও সমাধান।



🔥 ব্যাটারি ফুলে যাওয়ার প্রধান কারণসমূহঃ

1️⃣ নকল বা নিম্নমানের চার্জার ব্যবহার
2️⃣ অতিরিক্ত চার্জে রাখা (Overcharging)
3️⃣ উচ্চ তাপমাত্রা বা গরম আবহাওয়া
4️⃣ ব্যাটারির লাইফ টাইম শেষ হওয়া
5️⃣ একসাথে অনেক অ্যাপ চালানো ও গেম খেলা
6️⃣ বারবার ০% এ নামিয়ে চার্জ দেওয়া


🚨 লক্ষণ যেগুলো দেখে বুঝবেন ব্যাটারি ফুলেছেঃ

✅ ফোনের ব্যাক কভারে ফাঁক
✅ ডিসপ্লে ফুলে উঠা বা স্ক্রিন ফাটার উপক্রম
✅ চার্জ খুব দ্রুত কমে যাওয়া
✅ ফোন গরম হওয়া


✅ প্রতিকারের কার্যকর উপায়ঃ

🔋 ১. অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
🔋 ২. ২০%-৮০% চার্জের মধ্যে রাখুন সবসময়।
🔋 ৩. ফোন চার্জে রেখে ঘুমাবেন না।
🔋 ৪. গরম জায়গায় ফোন রাখবেন না।
🔋 ৫. ব্যাটারি ফুলে গেলে দ্রুত সার্ভিস সেন্টারে যান।


❌ করণীয় নয়ঃ

🚫 ফুলে যাওয়া ব্যাটারি প্রেস করে সমান করার চেষ্টা করবেন না
🚫 নন-ব্র্যান্ডেড ব্যাটারি ব্যবহার করবেন না
🚫 ব্যাটারি ফুটো বা পাঞ্চ করবেন না


🎯 শেষ কথা

ব্যাটারি ফুলে যাওয়া ছোট কোনো বিষয় না। সতর্ক না হলে আপনার প্রিয় স্মার্টফোনে আগুনও লেগে যেতে পারে!
তাই সময় থাকতেই সচেতন হোন, এবং নিরাপদ চার্জিং অভ্যাস গড়ে তুলুন।


📌 RA UNIQUE TECH এর পক্ষ থেকে নিরাপদ স্মার্টফোন ব্যবহার করার আহ্বান।
📘 আরও এমন টিপস পেতে ভিজিট করুনঃ
🔗 https://rauniquetechs.blogspot.com


🔖 



এটি একটি টেক রিলেটেড পেইজ। এখানে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং,অনলাইন ইনকাম সহ মোবাইলের বিভিন্ন টিপস নিয়মিত পোস্ট করা হয়। আজকে শিখুন কালকে কাজে লাগান! এই স্লোগানকে সামনে নিয়ে আপনাদের সাথে আছি রাজু আহমেদ। এই ব্লগে ভূল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অতিসত্ত্বর আমাদেরকে জানান rauniquetechs@gmail.com এই মেইলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.