WE326DH-S মডেল এ সাউন্ড প্রব্লেম সল্যুশন
WE326DH-S টিভির সাউন্ড আউট স্পিকার এ কি ভাবে বাজাবেন
walton এর ৩২" (WE326DH-S,WE326CHS,WE326S9CLS,WE4-DH32-BX200,WE4-DH32-BY200) মডেল এর যে স্মার্ট টিভি গুলো আছে তাতে কোন ৩.৫৫মিমি. এর জ্যাক নাই। তাই অনেকে ইচ্ছা থাকলেও টিভি থেকে সাউন্ড বক্স এ নিতে পারেনা। এই একটি মাত্র জ্যাক এর মাধ্যমে তার সমধান করতে পারেন। এটি LOUT and ROUT এর সাথে কানেক্ট করতে হবে। অন্য প্রান্ত ৩.৫৫মিমি. এর জ্যাক এর সাথে কানেক্ট করতে হবে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন