Ads

How to earn money from facebook group | কিভাবে ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করবেন?

প্রিয় ভাই, প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ BD ELITE এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

facebook group theke income |
Income | Facebook Group 

প্রথমেই বলব এটি আর্নিং পোস্ট নয়। এখানে শুধু মাত্র ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হবে। (অনেকে ভাবতে পারেন আমি কত টাকা আয় করি) ভাই আমার গ্রুপ নাই তেমন কিন্তু নতুন একটা গ্রুপ খুলে কাজ করছি। আমরা দিনের সব থেকে বেশি সময়ই ফেসবুকে দিয়ে থাকি। আমাদের মধ্যে অনেকেরই ফেসবুক Group আছে যেখানে হাজার হাজার মেম্বার আছে। হোক সেটি ফানি গ্রুপ, ট্রল Group, বা গল্পের Group। আজ আপনাদের বলব Group এ বেশি মেম্বার হলে কিভাবে সেই গ্রুপকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করবেন।

১. অন্যান্য ফেসবুক Group বা পেজ প্রমোশনঃ সহজ কথায় মেম্বার বিক্রি করা। যেমন অনেকে নতুন গ্রুপ বা পেজ খুললে তারা টাকার বিনিময়ে তাদের Group বা পেজ প্রমোশন করাতে চায়। যেখানে তার পেজের লিংক বা গ্রুপের লিংক আপনার গ্রুপে সেয়ার করতে বলা হতে পারে। ফেসবুকে অনেক গ্রুপ আছে মেম্বার বাই সেলের সেগুলোতে জইন করে দেখতে পারেন।

২. বিভিন্ন ওয়েবসাইট প্রমোশনঃ আপনার Group এ মেম্বার বেশি হলে এবং এক্টিভিটি বেশি থাকলে বিভিন্ন ওয়েবসাইটের প্রমোশন করিয়ে টাকা ইনকাম করতে পারেন। এটা হচ্ছে যাদের ওয়েবসাইট তারা আপনার Group এ নিয়মিত পোস্ট গুলোর লিংক আপনার Group শেয়ার করবে এর বিনিময়ে আপনাকে প্রতি মাসে পেমেন্ট করবে।

৩. প্রডাক্ট বাই সেলঃ এটি খুবই পরিচিত এবং সহজ একটি বিষয়। আপনি চাইলে অনলাইন সপিংয়ের ব্যবসা করতে পারেন। প্রডাক্ট ভাল হতে দেখবেন অনেক অর্ডার পাবেন। এছাড়াও আপনার নিজের ওয়েবসাইট বা ইউটিউবে হাজার হাজার ভিজিটর নিতে পারেন একটি এক্টিভ এবং কয়েক হাজার মেম্বার থাকলেই। তবে মনে রাখবেন প্রথমেই কিছু মেম্বার নিয়ে লিংক সেয়ার করবেন না আগে Group টিকে বড় করতে হবে তাই ফানি পোস্ট বা পিকচার ইদ্যাদি আপলোড করবেন এবং মেম্বার বাড়ানোর চেস্টা করবেন।

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন BDELITE এর সাথে থাকুন।ধন্যবাদ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.