যে আমল করলে আল্লাহ আপনার আমলনামায় ৮০ বছর ইবাদত করার সওয়াব লিখবেন
بسم الله الرحمن الرحيم - পরম করুণাময় আল্লাহর নামে
প্রিয় ভাই, প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ BDELITE এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
যে আমল করলে আপনার আমলনামায় ৮০ বছরের ইবাদত বন্দেগী করার সোওয়াব আল্লাহ্ তায়ালা লিখিয়া দিবেন ।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ! সুপ্রিয় পাঠক , এখন জুম্মার দিন , আসরের পরের মুহূর্ত । আজ এমন একটি আমল নিয়ে কথা বলবো , যেটি করলে আপনি – আমি এবং সকল উম্মতের ৮০ বছরের সগিরা গুনাহ আল্লাহ্ পাক রাব্বুল আলামীন মাফ করে দিতে পারেন । সুবহানাল্লাহ !!!
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠﻰ ﻣَﺤَﻤَّﺪٍﻥ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺍﻷﻣِّﻰِّ ﻭَﻋَﻠَﻰ ﺍﻟﻪِ ﻭَﺳَﻠّﻢْ ﺗَﺴْﻠِﻴْﻤًﺎ .
উচ্চারনঃ আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিনি ন্নাবিয়্যিল উম্মিয়ি ওয়া আ’লা আ’লিহী ওয়া সাল্লিম তাস্লিমা।
অর্থঃ হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী মুহাম্মদ (সাঃ) এর ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর।
উৎসঃ (আদদুররু মানযুদ ফিন সালাতি ওয়াস সালামি আলা সাহিবিল মাকামিল মাহমুদ, পৃ. ১৬০)
বিস্তারিত হাদিস শরীফ থেকে দেখে নেওয়া যাকঃ হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার নিম্নোক্ত দুরুদটি পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং তার আমলনামায় ৮০ বছরের ইবাদত-বন্দেগীর সওয়াব লেখা হবে। ( সুবহানাল্লাহ ! )
দুরুদটি হলঃ
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠﻰ ﻣَﺤَﻤَّﺪٍﻥ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺍﻷﻣِّﻰِّ ﻭَﻋَﻠَﻰ ﺍﻟﻪِ ﻭَﺳَﻠّﻢْ ﺗَﺴْﻠِﻴْﻤًﺎ .
‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিইয়্যি, ওয়ালা আলি ওয়া সাল্লিাম তাসলিমা
অর্থ : হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী মুহাম্মদ (সাঃ) এর ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর। ইনশাআল্লাহ এই দুরূদটি মুখস্থ করে ফেলবো এবং নিয়মিত এরূপ ভাবে আমল করবো । আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন । আল্লাহাফেজ ।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন BDELITE এর সাথে থাকুন।ধন্যবাদ ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন