একটা ছেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলো
একটা ছেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলো 🔞
গ্যাস ফ্রী জোন |
ছেলেটির পেটে খুব গ্যাস ছিলো। যখন তখন গ্যাস বেরিয়ে যেতে
পারে। আর এ দিকে বাস ভর্তি লোক। ছেলেটি খেয়াল করলো
বাসে গান বাজছে।খুব জোরে জোরে গান বাজছে। ছেলেটির মাথায়
একটা বুদ্ধি এলো।যখন গান বাজছে ছেলেটি গানের তালে তালে
গ্যাস ছাড়ছে। যাতে কেউ বুঝতে না পারে। গানের তালে তালে
পুউউউত... 🔥 পুউতততততত 🔥 করে গ্যাস ছাড়ছে 🤭
একসময় ছেলেটার স্টপেজ এসে যায়।বাস থেকে নামতে নামতে
খেয়াল করলো সবাই তার দিকে কেমন জানি রাগ নিয়ে তাকিয়ে
আছে। কয়েকটা ছেলেমেয়ে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে।
তাহলে কি সবাই জেনে গেলো সেইই গ্যাস ছেড়েছে?
:
:
:
হঠাৎ মনে পড়লো গান তো বাজছিলো, তবে সেটা বাসে নয়!.
ছেলেটার হেডফোনে!😍
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন