সেলুনে চুল কাটাতে গেছেন এক জননেতা! নাপিত কাঁচি চালাতে চালাতে বলছেন।
❛স্যার, শুনলাম...
জনগণ নাকি আপনার ওপর খুব খ্যাপা?
যেকোন দিন আপনার বাড়িতে হামলা হইবো!
আপনি নাকি... জনগণের ট্যাকায়
নেতা ধমক দিয়ে বললেন,
❛এই ব্যাটা! চুপ থাক!❜
পরদিন...
নাপিতের কাছে চুল কাটাতে এলেন
এক সরকারি কর্মকর্তা!
নাপিত তাঁর চুল কাটতে কাটতে বললেন...
❛স্যার! পুলিশ নাকি আপনারে খুঁজতাছে??
যেকোন দিন ক্যাঁক কইরা জেলে ঢুকায়া দিব!
আপনি নাকি দুর্নীতি করেন
ঘুষ ছাড়া কাজ করেন না!❜
সরকারি কর্মকর্তাও নাপিতকে
ধমক দিয়ে চুপ করালেন!
ক’দিন পরেই...
নাপিতের দোকান ঘেরাও করল পুলিশ!
নাপিতকে আটক করে বললো...
❛এই ব্যাটা? তুই নাকি তোর কাস্টমারদের
আজেবাজে কথা বলিস?
তোর উদ্দেশ্য কী?❜
নাপিত আমতা আমতা করে বললেন...
❛স্যার! এসব কথা বললে...
ভয়ে উনাদের চুল খাড়া হয়ে যায়!
আমার চুল কাটতে সুবিধা হয়!
... তাই বলি!❜

1 টি মন্তব্য
ha ha....
একটি মন্তব্য পোস্ট করুন