নগদ - Nagad Account open.
Breaking news
গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক – সকল সিম থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম
গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক অর্থাৎ এসব যেকোনো মোবাইলের সিম ব্যবহারকারীগণ *167# ডায়াল করে নিজের একাউন্টের পিন কোড সেট করলেই একটিভ হয়ে যাবে নগদ একাউন্ট। তারপর উপভোগ করুন নগদের সকল সুবিধা!
আপনার যদি স্মার্টফোন নাও থাকে, ছোট বাটন ফোন থেকেই সহজেই বাটন টিপে নগদ একাউন্ট খুলতে পারবেন। এছাড়া স্মার্টফোন থেকেও উপরোক্ত নম্বর ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারবেন।
নগদ একাউন্টের সুবিধা – নগদ মোবাইল ব্যাংকিং বিস্তারিত
নগদ মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে অনেক। যেমনঃ
- নিরাপত্তাঃ লেনদেন ব্যবস্থাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সবসময় সর্বোচ্চ রাখা হয়। নগদ একটি সরকারি সেবা হওয়ায় অন্যান্য লেনদেন ব্যবস্থা থেকে এটি অধিকতর নিরাপদ বলা যায়।
- অপেক্ষাকৃত কম চার্জঃ কম খরচে একই ধরনের সেবা, যেমন বিকাশ এ ক্যাশ আউট ফি থেকে নগদের ক্যাশ আউট ফি কম।
- অফারঃ নতুন ব্যবহারকারীদের একাউন্ট খুলে লাখপতি হওয়ার মত অফার দিয়েছে নগদ। নতুন অফার জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন।
গতকাল ছিল নগদ আর আজকে সকল সিমে রকেট ডাজবাংলা অটোমেটিক ভাবে চালু করে দেওয়া হয়েছে
Account open করার জন্য *322# ডায়াল করে 4 digit এর একটা পিন দিয়ে নিজের account active করুন।
বিঃদ্রঃ.. জানিনা এসব account স্থায়ি হবে কিনা তবে ইচ্ছা হলে account open করে নিতে পারেন।
ধন্যবাদ সবাইকে
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন