শিক্ষক আর বলটুর মধ্যে কথা হচ্ছে :-
▶ শিক্ষক :-
হেরে বলটু ইদানিং নাকি তুই
জ্ঞানী
লোকদের মতো কথাবার্তা বলিস ,
তো
আমার একটা প্রশ্নের উত্তর দিতে
পারবি ?
বলটু :-
বলেন স্যার , চেস্টা করে দেখি.... !
▶ শিক্ষক :-
এমন একটা সমস্যার কথা বলতো , যা
করলেও বিপদ না করলেও বিপদ ?
বলটু :-
লুঙ্গিতে আগুন লাগলে.... !
▶ শিক্ষক :-
মানে ?
বলটু :-
স্যার , লুঙ্গিতে আগুন লাগলে
লুঙ্গি
খুললেও বিপদ না খুললেও বিপদ l

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন