Ads

হাসার কিছু নাই।

হাসার কিছু নাই।ওরা চিকিৎসা সেবা দিতে পারবেনা তাই জাতির বৃহত্তর সার্থে কিছু মানুষকে মারতে হচ্ছে।আমাদের মধ্যে তো এটা নাই।আমাদের কেউ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সে চায় আর ৩,৪জনকে আক্রান্ত করে মরতে।মিথ্যা বলে হাসপাতালে চিকিৎসা নিতে,গোয়ার্তুমি করতে,সবকিছুতে অন্যের দোষ খুজতে।আমাদের মতো থার্ডক্লাস জাতির মানুষদের অন্যদের নিয়ে হাসি ঠাট্টা মানায়না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.