বল্টুর বউ বায়না ধরেছে, ওকে কিরণমালা জামা কিনে দিতে হবে। তো বল্টু তখন তার বউকে নিয়ে মার্কেটে গেল।
বল্টুর বউঃ কিরণমালা জামা
দেখান তো।
দোকানদারঃ স্যরি আপা,
কিরণমালা জামা নেই, সব জামা
ছিনতাই হয়ে গেছে। পাখি আছে,
দেখাবো ?
বল্টুর বউঃ না থাক ওগুলো তো
পুরোনো হয়ে গেছে। এই বলে তারা
পাশের দোকানে চলে গেল। কিন্তু
পাশের দোকানদার ও একই কথা
বললো। তারপর তারা সারা শহর ঘুরে
বেড়ায়, কিন্তু কোথাও কিরণমালা
জামা পায়না। সব দোকানদার ই
বলে যে কিরণমালা জামা ছিনতাই
হয়ে গেছে। এই পরিস্থিতি দেখে
বল্টুর বউ এর মন টা খারাপ হয়ে যায়।
সে বাড়ি এসে কাঁদতে শুরু করে।
তখন
বল্টুঃ কেঁদোনা সোনা, ছিনতাই
হয়ে গেলে তো আমাদের আর কিছুই
করার নেই।
বল্টুর বউঃ কিন্তু ছিনতাই টা করলো
কে ?
বল্টুঃ কে আবার ?
ওই শয়তানী কটকটি ছাড়া ?
বল্টুর বউঃ ঠিক বলেছো, ওই কটকটি ই
সব কিরণমালা জামা গুলো ছিনতাই
করেছে। এই কথা বলেই সে আবার
কাঁদতে শুরু করলো। তারপর,
বল্টুঃ কেঁদোনা লক্ষী টি, এবার ঈদ
এ আপাতত কটকটি আর বজ্রমালা পরে
চালিয়ে নাও। কথা দিচ্ছি,
আগামী ঈদ এ আমি তোমাকে
*জুতোর মালা পরিয়েই ছাড়বো!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন