বল্টু ইংরেজীতে অনেক কাঁচা। গোজামিল দিয়ে সে ইংরেজি মিলায়।
গোজামিল দিয়ে সেইংরেজি মিলায়।
অনেক কষ্টে সে "My
Friend" রচনা মুখস্থ
করতে না পেরে পরীক্ষার
হলে নকল নিয়ে গেল।
কিন্তু পরীক্ষায় আসলো
"My Father" রচনা।
এটা দেখে বল্টু
ভাবলো,রচনাতো
রচনাই। শুধু
Father এর জায়গায়
Friend লিখলেই হলো।
এবার আমাদের বল্টু ভাই
লিখতে শুরু
করলঃ-
I am very
fatherly person
(আমি খুব পিতা সুলভ লোক)
.
I have a lots of
fathers
( আমার অনেক গুলা
বাবা আছে)
.
Some
of my fathers
are Male and
some are Female
( কিছু বাবা আমার পুরুষ
আর কিছু মহিলা)
My true
father is my
Neighbor
(আমার আসল পিতা
আমার প্রতিবেশী)
বল্টুর রচনা দেখে
শিক্ষক অজ্ঞান.
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন